বিজ্ঞানকে সবাই ভালোবাসে ৷ কারণ বিজ্ঞান আমাদের বিলাসীতা দিয়েছে ৷ কিন্তু এই বিজ্ঞানের সৃষ্টি হয়েছে ধর্ম থেকে ৷ বৈদিক শাস্ত্র হচ্ছে এক বিজ্ঞানের ভান্ডার ৷ বিজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যার কোন পরিবর্তন নেই ৷ কিন্তু জড়জগতের বিজ্ঞান পরিবর্তনশীল আজ একজন এককথা বলে, কাল আবার পরিবর্তন করে অন্য কিছু বলে ৷ কিন্তু চিন্ময় বিজ্ঞান অপরিবর্তনীয় ৷ তাই গীতায় একটি অধ্যায় রয়েছে#বিজ্ঞান_যোগ৷ সেখানে বলা হয়েছে “আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব, যা জানা হলে এই জগতে আর কিছুই জানাবার বাকি থাকে না ”(গীতা ৭/২) ৷ নীচে সংক্ষিপ্ত আকারে কিছু তুলেধরা হল —১) জড় জগতের যে ক্ষুদ্রতম অংশ অবিভাজ্য এবংদেহরূপে যাহার গঠন হয় না, তাহাকে বলা হয় পরমাণু ৷ (ভাগবত, ৩/১১/১)২) ব্রহ্মাণ্ডের অভ্যন্তর পঞ্চাশ কোটি যোজনবিস্তৃত ৷ (১ যোজন =৮ মাইল) (ভাগবত, ৩/১১/৪০)৩) অনন্ত কোটি ব্রাহ্মাণ্ড রয়েছে ৷ (ব্রহ্ম সংহিতা ৫/৪০)৪) আকাশ অন্তরীক্ষে বিভিন্ন গ্রহে অসংখ্য প্রাণী বাস করে ৷ (ভাগবত, ৩/২৯/৪৩)৫) আত্মা চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের একভাগ ৷ (শ্বেত উপনিষদ, ৫/৯)৬) সূর্য ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত৷ সূর্য ও ব্রাহ্মান্ডের পরিধির দূরত্ব পঁচিশ কোটি যোজন (২০০ কোটি মাইল) ৷ (ভাগবত,৫/২০/৪৩)৭) সূর্যের ব্যাস ১০,০০০ যোজন (৮০ হাজার মাইল) ৷ (ভাগবত, ৫/২৪/২)৮) ভূমন্ডলের সূর্সদেব তাহার কক্ষপথে ৯ কোটি ৫১ লক্ষ যোজন (৭৬ কোটি ৮ লক্ষ মাইল) পথ প্রতিক্ষণে দুই হাজার যোজন এবং দুই ক্রোশ (১৬ হাজার ৪ মাইল) বেগে অতিক্রম করেন ৷ (ভাগবত, ৫/২১/১৯)৯) সূর্যের সপ্তরশ্মি রয়েছে ৷ (ঋকবেদ,৬/৪৪/২৪)১০) সূর্য সর্বদাই বিদ্যমান থাকে ৷ তাহার প্রকৃত পথে অস্তগমন বা উদয় নাই ৷ তাহার দর্শন ও অদর্শনই উদয়াস্ত রূপে কল্পনা করা হয় ৷ ( স্কন্ধ পুরাণ, মাহেশ্বরের কুমারিক খন্ডম, ৩৮/৮)১১) চন্দ্র ও অন্যান্য গ্রহগণ ইহারা সকলেই সূর্য হইতে উদ্ভূত ৷ (মৎসপুরাণ, ১২৮/২৮)১২) সূর্যের চারদিকে পৃথিবী ঘূর্ণায়মান ৷ (ঋকবেদ, ১/১৬৪/৪৭)১৩) সূর্য রশ্মি গমনশীল চন্দ্র মন্ডলের উপর পতিত হয় সে জন্য চন্দ্র তেজ প্রাপ্ত হয় ৷ (ঋকবে,, ১/৮৪/১৫)১৪) পৃথিবী গোল, এ কথা বেদ পুরাণে বহুবার বলাহয়েছে ৷ ভূলোক, ভূগোল, ভূমন্ডল এই শব্দগুলো অসংখ্যবার দেখা যায় ৷ ভূ-মানে পৃথিবী, আবার আরেক অর্থ মণ্ডলাকার ৷ মণ্ডল শব্দের অর্থ গোলাকার অর্থাৎ, পৃথিবী গোলাকার ৷ (দ্র: অথর্ববেদ,১/২/৫/২; মহাভারত, ১/৩৫/১৪ ; ভাগবত, ৫/২১/১৯)হরে কৃষ্ণ
ধর্ম ও বিজ্ঞান
Reviewed by Apon
on
August 01, 2017
Rating: