শিবলিঙ্গঃ-হিন্দুধর্মকে কটাক্ষ করতে
বিধর্মীদের অন্যতম হাঁতিয়ার শিবলিঙ্গ।
তারা অশিক্ষার ফলে একে পুরুষ যৌনাঙ্গ
মনে করে এবং তাকে হিন্দুদের আরাধ্য
ভেবে হাসি ঠাট্টা করে।অষ্টাদশ
শতাব্দীতে খ্রিষ্টান মিসনারীরাও একে
নিয়ে কম অপপ্রচার চালায়নি এমনকি
মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারীতেও এর
অর্থ বিশেষ ধরনের পুরুষ লিঙ্গের প্রতীক
হিসেবে দেয়া হয়েছিল। এখন দেখে
নেয়া যাক ধর্মীয় শাস্ত্র অনুসারে
শিবলিঙ্গ বলতে কি বোঝায়। আগামা
ধর্মসূত্রের তৃতীয় অধ্যায়ের ১৬-১৭ নং
শ্লোকে বলা হয়েছে-Lin অর্থ বিলীন
হওয়া এবং Ga অর্থ উত্পন্ন হওয়া।অর্থাৎ যে
মঙ্গলময় সৃষ্টিকর্তা থেকে সবকিছু উৎপন্ন হয়
এবং প্রলয়কালে সবকিছু যাতে বিলীন হয়
তারই প্রতীক এই শিবলিঙ্গ। স্বামী
বিবেকানন্দ ১৯০০ সালে প্যরিসে হয়ে
যাওয়া ধর্মসমূহের ঐতিহাসিক মূল শীর্ষক
সম্মেলনে বিশ্ববাসীর সামনে
অথর্ববেদের স্কম্ভসুক্তের সাহায্যে তুলে
ধরেন যে শিবলিঙ্গ মূলত বিশ্বব্রহ্মান্ডের
ই প্রতীক। স্বামী শিবানন্দ বলেন,"এটি শুধু
ভূল ই নয় বরং অন্ধ অভিযোগ ও বটে যে
শিবলিঙ্গ পুরুষলিঙ্গের প্রতিনিধিত্বকার
ী।"তিনি লিঙ্গপুরানের নিম্নলিখিত
শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেন- "প্রধানাম
প্রকৃতির যদাধুর লিঙ্গমুত্তমম গান্ধবর্নরসাহৃনম
শব্দ স্পর্শাদি বর্জিতম" অর্থাৎ লিঙ্গ হল
প্রকৃতির সর্বোচ্চ প্রকাশক যা স্পর্শ,
বর্ন,গন্ধহীন। অপপ্রচার থেকে সতর্ক থাকুন।
বিধর্মীদের অন্যতম হাঁতিয়ার শিবলিঙ্গ।
তারা অশিক্ষার ফলে একে পুরুষ যৌনাঙ্গ
মনে করে এবং তাকে হিন্দুদের আরাধ্য
ভেবে হাসি ঠাট্টা করে।অষ্টাদশ
শতাব্দীতে খ্রিষ্টান মিসনারীরাও একে
নিয়ে কম অপপ্রচার চালায়নি এমনকি
মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারীতেও এর
অর্থ বিশেষ ধরনের পুরুষ লিঙ্গের প্রতীক
হিসেবে দেয়া হয়েছিল। এখন দেখে
নেয়া যাক ধর্মীয় শাস্ত্র অনুসারে
শিবলিঙ্গ বলতে কি বোঝায়। আগামা
ধর্মসূত্রের তৃতীয় অধ্যায়ের ১৬-১৭ নং
শ্লোকে বলা হয়েছে-Lin অর্থ বিলীন
হওয়া এবং Ga অর্থ উত্পন্ন হওয়া।অর্থাৎ যে
মঙ্গলময় সৃষ্টিকর্তা থেকে সবকিছু উৎপন্ন হয়
এবং প্রলয়কালে সবকিছু যাতে বিলীন হয়
তারই প্রতীক এই শিবলিঙ্গ। স্বামী
বিবেকানন্দ ১৯০০ সালে প্যরিসে হয়ে
যাওয়া ধর্মসমূহের ঐতিহাসিক মূল শীর্ষক
সম্মেলনে বিশ্ববাসীর সামনে
অথর্ববেদের স্কম্ভসুক্তের সাহায্যে তুলে
ধরেন যে শিবলিঙ্গ মূলত বিশ্বব্রহ্মান্ডের
ই প্রতীক। স্বামী শিবানন্দ বলেন,"এটি শুধু
ভূল ই নয় বরং অন্ধ অভিযোগ ও বটে যে
শিবলিঙ্গ পুরুষলিঙ্গের প্রতিনিধিত্বকার
ী।"তিনি লিঙ্গপুরানের নিম্নলিখিত
শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেন- "প্রধানাম
প্রকৃতির যদাধুর লিঙ্গমুত্তমম গান্ধবর্নরসাহৃনম
শব্দ স্পর্শাদি বর্জিতম" অর্থাৎ লিঙ্গ হল
প্রকৃতির সর্বোচ্চ প্রকাশক যা স্পর্শ,
বর্ন,গন্ধহীন। অপপ্রচার থেকে সতর্ক থাকুন।
শিবলিঙ্গ বলতে কি বুঝায়?
Reviewed by Apon
on
August 01, 2017
Rating: