শ্রীচৈতন্য মহাপ্রভু একমাত্র কৃষ্ণভক্তির মাধ্যমে দুঃখময় সংসার বদ্ধ জীব জন্মমৃত্যুর আবর্ত অতিক্রম করে গোলোক বৃন্দাবন নামক সর্বোচ্চ ভগবদ্ধামে উন্নীত হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি ভক্তদের বলেছেন-
“ যদি আমা প্রতি স্নেহ থাকে সবাকার।
তবে কৃষ্ণব্যতিরিক্ত না গাইবে আর।।
কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে।
অহর্নিশী চিন্ত কৃষ্ণ বলহ বদনে।।
সবে গৃহে যাহ গিয়া লহ কৃষ্ণ নাম।
সবার হউক কৃষ্ণচন্দ্র ধন-প্রান।।
ব্রম্মা-শিব-শুকাদি যে রস বাঞ্ছা করে।
হেন রস হউক তোমা সবার শরীরে।।”
(চৈতন্য ভাগবত)
“ যদি আমা প্রতি স্নেহ থাকে সবাকার।
তবে কৃষ্ণব্যতিরিক্ত না গাইবে আর।।
কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে।
অহর্নিশী চিন্ত কৃষ্ণ বলহ বদনে।।
সবে গৃহে যাহ গিয়া লহ কৃষ্ণ নাম।
সবার হউক কৃষ্ণচন্দ্র ধন-প্রান।।
ব্রম্মা-শিব-শুকাদি যে রস বাঞ্ছা করে।
হেন রস হউক তোমা সবার শরীরে।।”
(চৈতন্য ভাগবত)
ব্রম্মা শিব শুকদের গোস্বমী প্রমুখ মহান মহাজনেরা যে ভক্তিরস লাভের জন্য বহু সহস্র বর্ষ তপস্যা করেন, এই ধন্য কলিযুগে পাপাচ্ছন্ন পৃথিবীর মানুষ অতি সহজেই তার জীবনের মাত্র কয়েকটি বছরের আয়ুস্কালের মধ্যে কৃষ্ণ কথা শ্রবন, কৃষ্ণনাম কীর্তন, কৃষ্ণপাদাপদ্ম স্মরণ, কৃষ্ণপ্রসাদ সেবন, কৃষ্ণবিগ্রহ অর্চনাদিরমাধ্যমেই সেই পরম ফল লাভ করতে পারবে।
হরেকৃষ্ণ
শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের যে শিক্ষা দিয়েছেন
Reviewed by Apon
on
August 01, 2017
Rating: