আমরা মুর্তি পুজা করি কেন আবার জলে ভাষিয়ে দেই?

এ নিয়ে অন্য
ধর্মাবলম্বীরা না
জেনে অনেক
কটু কথা বলে। এর মূল
মাহাত্ম অনেক গভীর

নিগুঢ়
অর্থ বহন করে।
>প্রথম কথা হল আমরা
মূর্তি পূজা করি না।
আমরা মূর্তিতে প্রাণ
প্রতিষ্ঠা করে
প্রতিমা পূজা করি।
স্বামী বিবেকানন্দ
বলেছেন,
“মূর্তিপূজা করে না
হিন্দু
কাঠ মাটি দিয়ে গড়া।
মৃন্ময় মাঝে চিন্ময়
হেরে(দেখে)
হয়ে যাই আত্মহারা।।”
(HINDUS don’t pray the
idol, they
pray the ideal.)
এবার আসি মূল কথায়।
প্রান প্রতিষ্ঠার পরই
সনাতনীরা প্রতিমার
পূজা করে। প্রতিমা
বিসর্জন
(পুজায়) দেওয়ার পর
তাতে আর প্রাণ থাকে
না।
তখন
সেটি একটি মাটির
তৈরি মূর্তি হয়ে যায়।
প্রতিমা পঞ্চ
মহতত্বে তৈরি(তার
মধ্যে মাটি
একটি)।
তাকে আবার সেই
পঞ্চমহতত্ত্বের
একটিতেই(তার
মধ্যে জল একটি)
বিসর্জন দেওয়া হয়।
এর
মানে বুঝায়
যাতে সৃষ্টি তাতেই
লয়। এটি এই
বিশ্বব্রহ্মাণ্ডের
সবকিছুর ক্ষেত্রেই
সত্য। আপনি আমি
আমরা সবার
ক্ষেত্রে ও একই
চিরন্তন সত্য। আর
সনাতন এই
চিরন্তন
সত্যকেই এর মধ্যে
তুলে ধরেছে।
# নমস্কার। ভুল
ক্ষমাসুন্দর দৃষ্টিতে
দেখবেন।
আপনাদের মূল্যবান
মতামত কাম্য। আর ও
তথ্য
যোগ
করে পোস্টটিকে
তথ্যবহুল করতে
পারেন।
# সতর্কীকরণঃ
আপনার ছোট
ছেলেমেয়ে যেন
বিসর্জনের সময়
প্রতিমা নিয়ে পুকুরের
মাঝে না যায়।
অভিজ্ঞ ও বয়স্কদের
জলাশয়ের
মাঝে যেতে দিন। আর
বিসর্জনের সময়
প্রতিমার
পেছনে থাকবেন না।
সামনে থাকুন।
আমরা মুর্তি পুজা করি কেন আবার জলে ভাষিয়ে দেই? আমরা মুর্তি পুজা করি কেন আবার জলে ভাষিয়ে দেই? Reviewed by Apon on August 01, 2017 Rating: 5
Powered by Blogger.