জাগো সনাতনী জাগো

 ঘুমিয়ে থাকা তোমার স্বভাব নয়। তুমি সেই চিরন্তন সত্ত্বা। তোমার না আছে জন্ম না আছে মৃত্যু, তুমি সর্বকালের সর্বযুগের মৃত্যুঞ্জয়ী। তুমি পুর্বেও ছিলে, বর্তমানেও আছ, ভবিষ্যতেও থাকবে। ওঠ, আর কত ঘুমাবে?
তুমি কি ভুলে গেছ তোমার ধর্ম কি? সমস্ত ব্রহ্মাণ্ড এর দায়িত্ব নিজের কাধে নেওয়াই তোমার ধর্ম। নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে সমস্ত সংসার নিয়েই তোমার ভাবনা করা উচিৎ। অপরের দুঃখকে বড় করে দেখাই তোমার স্বার্থকতা। আজ সনাতন জাতির বড়ই দুঃখ। তাদের নেতৃত্ব দিবে তুমি। তুমার ইচ্ছাই জাগিয়ে তুলবে এই সনাতন জাতিকে। কিসের অভাব রয়েছে তোমার?
সনাতন তোমার ধর্ম। সনাতন শাস্ত্রই তোমার পথ চলার আদর্শ হোক। বেদ এর পবিত্র জ্ঞান-বিজ্ঞান অর্জন করে এগিয়ে চল। বেদান্ত তোমাকে আধ্যাত্মিকতার জ্ঞান দিবে। শ্রীমদ্ভগবদ গীতা তোমাকে আদর্শ মানব হতে সাহায্য করবে। হাতে তুলে নাও বেদ, বেদান্ত, গীতা। সকলকে এই জ্ঞান অর্জনে উৎসুক করে তুল।
তোমার পুর্বপুরুষগনকে দেখ। তাদের মহৎ কর্মসকল দেখ। তাদের নিঃস্বার্থ বলিদান এর কথা ভাব। ধর্মের প্রতি তাদের একাগ্রতা, ভক্তিপরায়নতা, বিশ্বাস, সৎসাহস ও সহিষ্ণুতা একবার উপলদ্ধি কর। মহাত্মাগণদের সদাচার ই হোক তোমার অস্ত্র শস্ত্র। নিজের বিবেকের বাণী শুন। সত্যকে উপলদ্ধি কর। কে তুমি? কি তোমার পরিচয়? তুমি কেন এসেছ এই মর্ত্যলোকে? কি ছিল তোমার? এখনই বা কি আছে তোমার? ভবিষ্যত এ কি থাকবে তোমার?
থাকবে তোমার অমর কির্তী। তুমি পাবে অমৃত। চির শান্তি লাভ করবে তুমি। সমস্ত সংসারে যখন শান্তি, ধর্ম, আর ন্যায় স্থাপন করবে তুমি, তখন তোমার নিকট এর থেকে সুখের আর কি হতে পারে। দেখ, নিস্তেজ হয়ে যাচ্ছে এই সনাতন জাতি। তুমি যদি এদের না জাগাও তবে কে জাগাবে এদের?
সহিংসতা তোমার আদর্শ নয়, প্রেম আর অহিংসতাই তোমার ধর্ম। জাগিয়ে তুল তোমার প্রেম ভাবকে। বিশ্ব কে দেখ, প্রেমের বড়ই অভাব। সকলেই কত নির্দয় হয়ে উঠছে। তুমি কাণ্ডারি হয়ে হাল ধর। জাগিয়ে দাও তাদের অচেতন বিবেক কে। সমস্ত জাতি জাগ্রত হলে, বিশ্বপ্রেম প্রতিষ্ঠত হলে আর কি প্রাপ্তির আশা কর তুমি?
সময় চলে যাচ্ছে। আর ভাবার সময় নাই। শুরু করে দাও তোমার নেতৃত্ব। সত্যকে প্রতিষ্ঠত কর। সনাতন এর বার্তা প্রচার কর। তোমার ধর্মকে প্রচার কর। তোমার শাস্ত্রগত জ্ঞান প্রচার কর। শাস্ত্রের বিধান মেনে চল এবং অন্যকেও এই পথে চালিত কর। পুর্বপুরুষগন ও মহাত্মাগন এর আচার সমুহ অনুসরন কর, প্রচার কর। নিজের বিবেক জাগ্রত কর ও অন্যের বিবেককে জাগিয়ে তুল। কুসংস্কার এ আবদ্ধ থেক না। সনাতন জাতি আজ ঘোর অন্ধকারে ঘুমিয়ে আছে। তাদের, অলসতা, মোহ, কুসংস্কার ও নিদ্রা থেকে জাগিয়ে তুল। জাগাও তাদের।
সকলকেই সোচ্চার কন্ঠে বল জাগো সনাতনী জাগো।
জাগো সনাতনী জাগো জাগো সনাতনী জাগো Reviewed by Apon on August 01, 2017 Rating: 5
Powered by Blogger.