জন্মাষ্টমী ব্রত

#ব্রতমাহাত্ম্যঃ
ভাদ্র মাসে অষ্টমী তিথি রোহিনী
নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যরাতে শুভ
আবির্ভাব।।শাস্ত্রে জন্মাষ্টমী ব্রতের
নিত্যতা নির্দ্দিষ্ট আছে, এই ব্রত
পাপরাশি হরণ করে এবং ইহার প্রসাদে
সর্ব্বার্থসিদ্ধি হয়; সুতরাং জন্মাষ্টমী ব্রত
করা মানব মাত্রের অবশ্য কর্তব্য ।



#ব্রতবিধিঃ
উপবাস অর্থ ভগবানের সন্নিকটে বাস ।মনুষ্য
যদি তার জীবনের আচরনে ধর্ম পালন নাহি
করে, তরে শুধু মাত্র আনুষ্ঠানিক ক্রিয়ার
কোন মূল্য নেই ।জন্মাষ্টমী ব্রত দিবসে
কদাপি তিল পরিমানও অন্ন গ্রহন করিবে
না ।পবিত্র ও পাপনাশিনী এই জন্মাষ্টমী
ব্রত দিবসে চন্দ্রেদয় পর্যন্ত নির্জলা
উপবাস পালনের বিধি রয়েছে ।
মধ্যরাত্রিতে চন্দ্রোদয় হইলে পরমেশ্বর
ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করিবার পর
অনুকল্প প্রসাদ (ফলমুলাদি) গ্রহনের নিয়ম
আছে । পরদিবসে পঞ্চরবিশস্যের যেকোন
একটি গ্রহণপূর্বক ( ভগবানকে নিবেদন
করিবার পর) জন্মাষ্টমী ব্রতের পারণ
করিতে হয় । তৎপর নন্দোৎসব অনুষ্ঠিত হয় ।
জন্মাষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রত Reviewed by Apon on August 01, 2017 Rating: 5
Powered by Blogger.